রাত ১০:১৭, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার নেত্রী হয়ে আসছেন বুবলী

ঢালিউডে বর্তমানে সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। এই মুহূর্তের নির্মাণাধীন তার হাফ ডজনেরও বেশি সিনেমা। সেই ব্যস্ততার মাঝে সোমবার আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। নাম ‘লোকাল’। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন।

‘লোকাল’-এ বুবলীকে দেখা যাবে একটি এলাকার নেত্রীর ভূমিকায়। তার বিপরীতে নায়ক হিসেবে আছেন আদর আজাদ। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মঙ্গলবার। বুধবার থেকে ঢাকায় শুরু হয়েছে শুটিং। শুটিং হবে ঢাকার বাইরেও। চলতি মাসের মধ্যেই পুরো কাজ শেষ হবে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সাইফ চন্দন। তিনি জানান, নেতৃত্বের লড়াই ও এলাকার পলিটিক্স নিয়ে নির্মিত হচ্ছে ‘লোকাল’। বুবলী অভিনয় করছেন নেত্রীর চরিত্রে। এ ছবির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। প্রযোজনা করছে টাইগার মিডিয়া।

পরিচালক সাইফ চন্দনের সঙ্গে বুবলীর এটি দ্বিতীয় ছবি। এই নায়িকা বলেন, ‘চন্দন ভাই দারুণ মনের মানুষ। নির্মাতা হিসেবেও ভালো। তার সঙ্গে দ্বিতীয়বার কাজ করছি। আশা করি ভালো কিছু হবে। আদর আজাদের সঙ্গেও ইতোমধ্যে একটি ছবি করেছি। সেও দারুণ অভিনয় করে।’

সাইফ চন্দনের পরিচালনায় এ বছরই ‘কয়লা’ নামে একটি ছবিতে প্রথম কাজ করেছেন বুবলী। সেটির নায়ক নিরব হোসেন। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

অন্যদিকে, নবাগত নায়ক আদর আজাদের সঙ্গেও বুবলীর এটি দ্বিতীয় ছবি। কিছুদিন আগে তারা ‘তালাশ’ নামে একটি ছবিতে জুটি বেঁধে কাজ করেন। সৈকত নাসির পরিচালিত সে ছবিটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা। তার আগে ফের জুটিবদ্ধ আদর-বুবলী।