সকাল ১০:৫৯, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিমান বাহিনীর বোমা হামলায় সিরিয়ান বিমান বাহিনীর এক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও তিনজন।
গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ইসরায়েলি বাহিনী আল জালিল থেকে ক্ষেপনাস্ত্র ও বিমান হামলা চালায় বলে সানা নিউজের খবরে বলা হয়েছে।
এক প্রতিবেদনে সানা জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী দামাস্কাসের গ্রামাঞ্চলের আল নাবি হাবিল এলাকায় সিরিয়ান বিমান বাহিনীর একটি ইউনিটের ওপর এই হামলা চালায়। সিরিয়ান বিমান বাহিনী শত্রুপক্ষের বেশ সংখ্যক ক্ষেপনাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়।
সিরিয়ায় চলমান যুদ্ধকালীন বছরগুলোতে ইসরায়েলি বাহিনী সিরিয়ান এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে। সিরিয়ান বিমান বাহিনী শত্রুপক্ষের অধিকাংশ ক্ষেপনাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত ও ভূপাতিত করতে সক্ষম হয়।