সকাল ৭:৩০, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার একটি ব্যক্তিগত কাজে রাজবাড়ীর মুড়াপাড়া গ্রামে গিয়ে ছোটখাটো বিপদে পড়ে যান হালের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। গ্রামের বৃষ্টিভেজা কর্দমাক্ত কাঁচা রাস্তায় তার গাড়িটি স্লিপ করে পাশের খাদে নেমে যায়। ঠিক সেই মুহূর্তে অভিনেতার সাহায্যে এগিয়ে আসেন স্থানীয় জনতা। কাদা-পানির মধ্যে নেমে তুলে দেন গাড়ি।
মুড়াপাড়া গ্রামবাসীর এই আচরণে মুগ্ধ ‘পোড়ামন’ খ্যাত তারকা সিয়াম। নিজের ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও এবং ছবি পোস্ট করে তিনি গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
সিয়াম লিখেছেন, ‘রাস্তায় কত ধরনের বিপদ হতে পারে! ধরুন আপনার গাড়ি ভেজা রাস্তায় চলতে চলতে হঠাৎ স্লিপ করলো, যেখানে পড়লো সেখান থেকে উঠানো সম্ভব না। আপনার অনেক চেষ্টার পর অবস্থা আরও খারাপ হলো। আপনি যখন হাল ছেড়ে দেবেন তখনই এগিয়ে আসলেন এলাকার মানুষ। নিজের বাসা থেকে নিয়ে আসলেন শুকনো কাঠ, ইট আরও কত কি!’
‘গাড়ি তুলে দিলেন। ধন্যবাদ দেয়ার সময় দাবি, বাড়িতে দুপুরে খেতে হবে আর ছবি তুলতে হবে! ও একজনের বউকে ভিডিও কলে হ্যালো বলতে হবে। আপনাদের ভালোবাসা আর আতিথেয়তায় আমি মুগ্ধ! ধন্যবাদ, মুড়াপাড়া, রাজবাড়ী।’