পরিবার নিয়ে আমিরাতে আছেন আফগান প্রেসিডেন্ট গানি

পরিবার নিয়ে আমিরাতে আছেন আফগান প্রেসিডেন্ট গানি

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি সংযুক্ত আরব আমিরাতে আছেন বলে বুধবার আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পরিবারসহ আমিরাতে চলে গেছেন তিনি।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করছে যে, প্রেসিডেন্ট আশরাফ গানি ও তার পরিবারকে মানবিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত স্বাগত জানিয়েছে।

রোববার তালেবান বিদ্রোহীরা কাবুল নিয়ন্ত্রণ নিতে শুরু করলে দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গানি। তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, সে বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছিল, তিনি প্রতিবেশী দেশ উজবেকিস্তান বা তাজিকিস্তানে যাবেন। কয়েকটি খবরে তিনি ওমানে গেছেন বলেও জানানো হয়েছিল।

তিনি গাড়ি ও হেলিকপ্টারে টাকা নিয়ে পালান বলে খবর প্রকাশ হয়।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে মুক্ত বাংলাদেশি জাহাজ