সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া ঠিক না : অঞ্জনা

সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া ঠিক না : অঞ্জনা

বিনোদন প্রতিবেদক : নায়িকা পরীমণি ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী অঞ্জনা। তিনি বলেছেন, ‘সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া ঠিক না। শুধু পরীমণির নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’ আজ শনিবার এএফডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরীমণি সম্পর্কে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা বলেন, ‘সে ঘরের মধ্যে কী করল সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’

তিনি বলেন, ‘পরীমণি বলেছে- শিল্পী সমিতি আমার পাশে নেই। কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিলেন, কিন্তু সে দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছেন পরীমণি।’

এদিকে পুলিশি রিমান্ডে থাকায় পরীমণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে শিল্পী সমিতি। শনিবার সংবাদ সম্মেলনে পরীমণির সদস্যপদ স্থগিতের বিষয়টি জানান সমিতির নেতারা।ভবিষ্যতে কোনো শিল্পী যেন এমন ভুল না করেন, সেই তাগিদ দেন অঞ্জনা।

 

More News...

‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

‘রাজকুমার’র দর্শক সাড়ায় আমি অভিভূত : আরশাদ আদনান