পিএসজি-মিলান-নিউক্যাসলের মৃত্যুকূপ জয় করার ম্যাচ

পিএসজি-মিলান-নিউক্যাসলের মৃত্যুকূপ জয় করার ম্যাচ

স্পোর্টস ডেস্ক :
শনিবার লিগ ওয়ানে নান্তেসের বিপক্ষে ২-১ গোলের জয়ের পরই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্ব পরিষ্কার করে দিয়েছিলেন পিএসজি স্ট্রাইকার কোলু মুয়ানি, ‘ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ? আমাদের জীবন আটকে আছে সে ম্যাচে!’ এতেই বোঝা যায়, আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি প্যারিসের ক্লাবটির জন্য কতটা গুরুত্বপূর্ণ। মেসি-নেইমার বিদায় নেওয়ার পর প্রথম মৌসুমেই যদি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব টপকাতে না পারে পিএসজি, তাহলে সেটা হবে ক্লাবটির বিরাট ব্যর্থতা। এই গ্রুপের অপর ম্যাচে আজ নিউক্যাসলের মুখোমুখি হবে এসি মিলান। এই ম্যাচের ওপরও নির্ভর করছে অনেক কিছু। পিএসজি হেরে গেলে নিউক্যাসল ও এসি মিলানের মধ্যকার ম্যাচের জয়ী দল শেষ ষোলোয় চলে যাবে। চ্যাম্পিয়ন্স লিগের ড্র’র পর এই গ্রুপকে মৃত্যুকূপ বলা হচ্ছিল। রাতে ওই মৃত্যুকূপ জয়ের প্রত্যয় নিয়ে নামবে তিন দল, তবে দ্বিতীয় রাউন্ডে যাবে কেবল এক দল।

ডর্টমুন্ড এরই মধ্যে নকআউট নিশ্চিত করে ফেলেছে। যদিও গ্রুপে তাদের অবস্থান এখনও নির্ধারণ হয়নি। পিএসজির বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে হওয়ায় কিছুটা রিলাক্স থাকতে পারে জার্মান দলটি। ৫ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ৫ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করা পিএসজি অবশ্য জয়ের জন্য মরিয়া। বড় ব্যবধানে জিতলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও রয়েছে তাদের।ড্র করলেও নকআউটে জায়গা মিলতে পারে প্যারিসের দলটির। সেক্ষেত্রে নিউক্যাসল ও এসি মিলানের ম্যাচটিও ড্র হতে হবে। আবার এসি মিলান ও পিএসজির ম্যাচ ড্র হলে জার্মানিতে হারলেও নকআউটে যাবে পিএসজি। মোয়ানি তাই বলেছেন, ‘এটা আমাদের কাছে ফাইনালই।’

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ