‘এই পুরস্কার আমার জীবনে সবচেয়ে গৌরবের ও আনন্দের’

‘এই পুরস্কার আমার জীবনে সবচেয়ে গৌরবের ও আনন্দের’

ক্রিড়া প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারপ্রাপ্তদের একজন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আজ (শনিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন সাফজয়ী অধিনায়ক।

পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের মধ্যে থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দক্ষিণ এশিয়ার সেরা এই নারী ফরোয়ার্ড জানান, এই পুরস্কার তার জীবনের সবচেয়ে গৌরবের ও আনন্দের। এই পুরস্কার তাকে আরো ভালো খেলতে যেমন অনুপ্রানিত করবে, অনুপ্রানিত হবে নতুনরাও। পুরস্কার প্রদান করায় সাবিনা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের কাছে।

 

প্রতিক্রিয়ায় সাবিনা খাতুন বলেছেন, ‘এই পুরস্কারের নামের সঙ্গে জড়িয়ে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি এ দেশের ক্রীড়াঙ্গনের আধুনিকায়নে ভূমিকা রেখেছেন। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন একটি অনুপ্রেরণার নাম। তার মধ্যে ছিল নেতৃত্বের অসাধারণ গুণাবলী।’

দেশের খেলাধুলা প্রসারে শেখ কামালের ভূমিকার কথা উল্লেখ করে সাবিনা খাতুন বলেন, ‘দেশের খেলাধুলা প্রসারের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন শক্তিশালী আবাহনী ক্লাব। তিনি ক্রীড়াবিদদের নিয়ে স্বপ্ন দেখতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তার মতো একজন স্বপ্নদ্রষ্টাকে আমরা অকালে হারিয়ে ফেলেছি। এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে তারই বড় বোন ক্রীড়া অন্তঃপ্রাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণের সুযোগ পাওয়ায় নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি। এটা আমার জীবনের গৌরবের ক্ষণ হয়ে থাকবে।’

 

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে সাবিনা খাতুন বলেছেন, ‘আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াপ্রেমী। খেলাধুলার প্রসারে সবসময় তিনি বড় ভূমিকা পালন করে আসছেন। তার নিরলস সমর্থন, ভালোবাসা ও সহযোগিতায় ক্রীড়াক্ষেত্রে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করছি। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বেও কারণে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে।’

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ