ভারতের সবচেয়ে ধনী দল বিজেপি

ভারতের সবচেয়ে ধনী দল বিজেপি

অনলাইন ডেস্ক : বর্তমানে ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দেশটির নির্বাচনি সংস্কার পরামর্শদাতা গ্রুপ এডিআরের ২০১৯-২০ আর্থিক বছরের তথ্যানুযায়ী দেশের সাতটি রাজনৈতিক দলের মোট সম্পত্তির প্রায় ৭০ শতাংশই বিজেপির।

এ সময়ে তাদের সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৭.৭৮ কোটি টাকা। বিজেপির পরেই তালিকায় দ্বিতীয় স্থানে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)।

এ দলের সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে কংগ্রেস। নির্ধারিত অর্থবছরে তাদের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.১৬ কোটি টাকা।

এডিআরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯-২০ অর্থবছরে দেশের সাতটি রাজনৈতিক দলের মোট সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৯৮৮.৫৭ কোটি টাকা। এনডিটিভি।

More News...

রাইসির প্রতি জাতিসংঘের শ্রদ্ধা অনুষ্ঠান বয়কট যুক্তরাষ্ট্রের!

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?