আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করল তালেবান

আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করল তালেবান

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির নতুন শাসকগোষ্ঠী তালেবান। বন্যা ও অতিরিক্ত তুষারপাতের কারণে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

দুর্য়োগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আরও প্রস্তুতি নেওয়ার জন্য। আগামী কয়েকদিন বৃষ্টি ও ভারি তুষারপাত হবে দেশটিতে।

দুর্য়োগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রেডিও ফ্রি অব আফগানিস্তানকে জানিয়েছেন, তারা প্রদেশগুলোতে বিভিন্ন উপকরণ পাঠিয়েছেন। এগুলো এখনো বিতরণের কাজ চলছে।

তিনি আরও জানিয়েছেন, তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো চালু করতে সহায়তা করার জন্য।

আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে উত্তরের প্রদেশগুলোকে যুক্ত করা সালাং বিশ্বরোডটি ভারি তুষারপাত ও প্রচণ্ড বাতাসের কারণে বন্ধ হয়ে আছে।

বর্তমানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।

More News...

রাইসির প্রতি জাতিসংঘের শ্রদ্ধা অনুষ্ঠান বয়কট যুক্তরাষ্ট্রের!

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?