রোববার ভিন্ন রকম আন্দোলন শিক্ষার্থীদের

রোববার ভিন্ন রকম আন্দোলন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক : সড়কে মৃত্যু ও অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীর রামপুরায় লাল কার্ড প্রদর্শন করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার তারা এ কর্মসূচি পালন করে। এ সময় আগামীকাল রোববার ভিন্নরকম কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী সড়কে ব্যঙ্গচিত্র প্রদর্শন করবে তারা।

শিক্ষার্থীরা জানায়, সড়কে মৃত্যু, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। আন্দোলনে নেতৃত্ব দেওয়া খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলে, ‘কাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব। মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করব। এ ছাড়া আমাদের অভিভাবকসহ সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, কালকের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।’

গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় বেশ কয়েকটি বাসে আগুন দিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় বাসচালক সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে বাসের সুপারভাইজার ও হেলপারকেও গ্রেপ্তার করা হয়।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা