বলেছি যে বিচারবহির্ভূত হত্যা হবে না, সেটা হচ্ছে না: প্রধানমন্ত্রী

বলেছি যে বিচারবহির্ভূত হত্যা হবে না, সেটা হচ্ছে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বলেছি যে, বিচারবহির্ভূত হত্যা হবে না, সেটা হচ্ছে না। কিন্তু ঘটনাচক্রে কিছু কিছু ঘটনা যখন ঘটে যায়, তখন সঙ্গে সঙ্গে সেটার তদন্ত হয়।

তিনি বলেন, আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা কিন্তু আমরা রক্ষা করে যাচ্ছি।

বুধবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। প্রধানমন্ত্রী বলেন, অন্যায়ভাবে যদি কেউ এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে। র‌্যাবই হোক আর পুলিশই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিচারও হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আজ (বুধবার) সকালে সংসদে আপনি বলেছিলেন যে, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর র‌্যাব সৃষ্টি করেছে এবং তার পর বাংলাদেশে ক্রসফায়ার শুরু হয়। এটি খুবই সত্যি কথা। কিন্তু আমরা যতদূর মনে করতে পারি, ২০০৮ সালে আপনার নির্বাচনী অঙ্গীকার ছিল দিন বদলের সনদ। সেখানে আপনি পরিষ্কার ভাষায় বলেছিলেন। আওয়ামী লীগ মহাজোট ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে।’

বিচারবহির্ভূত হত্যা বন্ধের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘একেবারে টোটাল বন্ধ করে দেওয়া, এটা পৃথিবীর কোন দেশেই না হচ্ছে। আপনি আমেরিকার দিকে তাকান তো। একটা বাচ্চা ছেলে, পকেটে শুধু হাত রাখল আর পুলিশ গুলি করে মারল। আরেকটা যে, পুলিশ গলায় পাড়া দিয়ে মেরে ফেলে দিল। সেগুলো কি বিচারবহির্ভূত হত্যা না? লন্ডনে সেদিন যে একজন এমপি তার অফিসে বসেছিল। সে ৪৫ বছর ধরে সেখানে এমপি। সেখেনে ঢুকে ছুরি মেরে ফেলে দিল।… কী বলবেন সেখানে? কই, সেখানে তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে কাউকেই তো স্বোচ্চার হতে দেখি না।’

তিনি আরো বলেন, ‘আমেরিকার মতো জায়গায়, একজন মুক্তিযোদ্ধা বেড়াতে গেছেন আত্মীয় বাড়িতে। তাকে সবাই নিয়ে গেছেন মসজিদে। তিনি মসজিদের ইমামতি করে ফিরে আসছেন, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে দেওয়া হলো। এই ঘটনাগুলোর সঙ্গে আপনারা বাংলাদেশের তুলনা করেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার মতো বিশাল দেশ। বাংলাদেশের যে জনসংখ্যা, তার দ্বিগুণ জনসংখ্যা। বাংলাদেশ ওদের একটা ছোট রাষ্ট্রের সমান একটা দেশ। তাদের জনসংখ্যার অর্ধেকের বেশি আমাদের এখানে। যেখানে এই রকম একটা ঘন বসতিপূর্ণ একটা জায়গা। তারপরও আমরা আমাদের আইনশৃঙ্খলা অনেক নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। তারপরও ঘটনা যেগুলো ঘটে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা কিন্তু নিই। কাজেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে দেখেন না, এই কথাটা বললে ভুল বলবেন। আমার মনে হয়, আবার একটু পড়ে, অবস্থাগুলো দেখে কী কী পদক্ষেপ নিয়েছি সেটা দেখবেন।’

More News...

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া