আফগানিস্তানে বিদেশি মুদ্রায় লেনদেন নিষিদ্ধ

আফগানিস্তানে বিদেশি মুদ্রায় লেনদেন নিষিদ্ধ

আফগানিস্তানে বিদেশি মুদ্রার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান সরকার। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এ ঘোষণা এলো। বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

গতকাল মঙ্গলবার কাবুলে আফগানিস্তানের বৃহত্তম সামরিক হাসপাতালে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পরই আকিস্মকভাবে এ ঘোষণা দিয়েছে তালেবান সরকার।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘ইসলামিক আমিরাত সব নাগরিক- দোকানী, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জানাচ্ছে যে, আপনারা আফগানি (আফগানিস্তানের মুদ্রা) দিয়ে লেনদেন করুন এবং বিদেশি মুদ্রা ব্যবহার থেকে দৃঢ়ভাবে বিরত থাকুন।’

বিবৃতিতে তিনি বলেন, ‘যদি কেউ এ আইন লঙ্ঘন করেন তাহলে তাকে কঠোর পদক্ষেপ মোকাবেলা করতে হবে।’

আফগানিস্তানের বাজারগুলোয় মার্কিন মুদ্রার অহরহ ব্যবহার লক্ষ্য করা যায়। এ ছাড়া সীমান্ত এলাকাগুলোতে বিদেশি মুদ্রা ব্যবহারের প্রচলন রয়েছে। বিশেষ করে পাকিস্তান সীমান্তে দেশটির মুদ্রার ব্যবহার লক্ষ্য করা যায়।

যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট কাবুলে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট লেগে আছে।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা