বিদেশি বিনিয়োগ বেড়েছে যে ৮ ব্যাংকে

বিদেশি বিনিয়োগ বেড়েছে যে ৮ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানিগুলোতে বিদেশি বিনিয়োগ কমলেও ব্যাংক খাতে কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) তালিকাভুক্ত ৩২ টি ব্যাংকের মধ্যে ৮ টি ব্যাংকে আগষ্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে।

পাঠকদের জন্য সেই তালিকা তুলে ধরা হলো-

ব্যাংক সেপ্টেম্বর মাসের বিদেশি বিনিয়োগ আগষ্ট মাসের বিদেশি বিনিয়োগ বৃদ্ধি
সিটি ব্যাংক ৩.৬২ ৩.৪৯ ০.১৩
এক্সিম ব্যাংক ১.৩৬ ১.২৩ ০.১৩
যমুনা ব্যাংক ০.৫৮ ০.৪৪ ০.১৪
প্রিমিয়ার ব্যাংক ১.৮৬ ১.৪৫ ০.৪১
প্রাইম ব্যাংক ০.৫৩ ০.৪৪ ০.০৯
সাউথইষ্ট ব্যাংক ১.১৬ ১.০৪ ০.১২
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ০.৮৫ ০.৭৮ ০.০৭
উত্তরা ব্যাংক ০.৭১ ০.৪৭ ০.২৪

এই তালিকা প্রস্তুতে ব্যাংক খাতের ৩১ টি কোম্পানির তথ্য বিবেচনায় নেয়া হয়েছে। আইএফআইসি ব্যাংক সেপ্টেম্বর মাসের বিদেশি বিনিয়োগের তথ্য প্রকাশ করেনি। সূত্র : ডিএসই

 

More News...

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?