চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও কেন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস চালু করতে দেরি হচ্ছে তা জানতে চান।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো চলে তাদের নিজস্ব আইনে, সে ক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তার পরও চলতি অক্টোবর মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করছি। চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, করোনা মহামারির কারণে প্রায় ১৮ মাস ধরে আবাসিক হলগুলো বন্ধ আছে। এগুলো সংস্কারের প্রয়োজন। সে জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলতে সময় নিচ্ছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতি না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময় মতো অনুষ্ঠিত হবে।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ