ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও পরোয়া করেন না কোহলি

ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও পরোয়া করেন না কোহলি

স্পোর্টস ডেস্ক
বিরাট কোহলির নেতৃত্বে লর্ডস-জয়। ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখা এক টেস্ট। যে টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন কোহলিরা। চারদিকে এখন কেবল ভারতের প্রশংসা। তবে একটি নেতিবাচক আলোচনাও হচ্ছে। একের পর এক খেলোয়াড়কে হারিয়ে ইংল্যান্ড দল অনেকটাই ‘দুর্বল’ হয়ে গেছে। আগে থেকেই দলে নেই বেন স্টোকস, জোফরা আর্চাররা। চোটের জন্য ছিটকে গিয়েছেন ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রডও। অনেকেই মনে করছেন, ভারতের সাফল্যের এটা একটা বড় কারণ। কিন্তু কোহলি সেটা মানতে নারাজ। ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও ভারত তাদের হারানোর ক্ষমতা রাখে, এমনটাই দাবি ভারতীয় দলপতির। কোহলি বলেন, ‘প্রতিপক্ষের শক্তির উপর কি কিছু নির্ভর করে? আমার মনে হয়ে ইংল্যান্ড সর্বশক্তি নিয়ে নামলেও আমরা ওদের হারাতে পারতাম। বিপক্ষ কখন দুর্বল হবে, আমরা তার জন্য অপেক্ষা করি না। এত বছর ধরে যে দল ভালো খেলছে তাদের এই প্রশ্নটা করা ঠিক বলে মনে হয় না।’
প্রথম টেস্ট ড্র। দ্বিতীয় টেস্ট জিতে ভারত ১-০তে এগিয়ে। হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। ভারতীয় দলের কেউই আবার এই ভেন্যুতে খেলেননি আগে।
এটা নিয়ে কি বাড়তি ভাবনায় পড়তে হবে কোহলিকে? ভারতীয় অধিনায়ক আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘যে জিনিস আমাদের হাতের বাইরে তা নিয়ে বিশেষ ভাবি না। এটা একটা টেস্ট ম্যাচ যেটা আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলব। বিশ্বের যে কোনো মাঠেই তা খেলতে হতে পারতো।’

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা