৩১ আগস্টের মধ্যেই সব সেনা সরিয়ে নিতে হবে, হুঁশিয়ারি তালেবানের

৩১ আগস্টের মধ্যেই সব সেনা সরিয়ে নিতে হবে, হুঁশিয়ারি তালেবানের

অনলাইন ডেস্ক : আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে সব সৈন্য সরিয়ে নিতে হবে। আর নয়তো এর ‘পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটকে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আফগান তালেবান।

তালেবান জানিয়েছে, তারা পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে ৩১শে অগাস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর বাড়ানো হবে না।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, এই সময়সীমা লঙ্ঘনের কোন সুযোগ নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন কথা দিয়েছিলেন ৩১ অগাস্টের মধ্যে সৈন্যদের ফিরিয়ে নেয়া হবে। যদি এরপরও মার্কিন সৈন্যরা আফগানিস্তানে থেকে যায়, তার মানে হচ্ছে আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সময় আরও বাড়া। যদি এই সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়, তাহলে এর পরিণাম সম্পর্কে তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেন।

More News...

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?