পরিকল্পনা কমিশনের সচিবের গাড়ি ভাঙচুর

পরিকল্পনা কমিশনের সচিবের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে চন্দ্রিমা উদ্যোনে থাকা পরিকল্পনা কমিশনের সচিবের গাড়ি হামলার শিকার হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, আজ মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার সময় চন্দ্রিমা উদ্যানের কাছে বিজয় স্মরণী মোড়ে তার গাড়ি আক্রান্ত হয়।

সচিব বলেন, ‘হঠাৎ একদল লোক আমার গাড়িতে আক্রমণ করে। তখন আমি ভয়ে গাড়ি থেকে নেমে পুলিশ বক্সে আশ্রয় নিই। এ সময় ইট পাটকেল মারায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে আমার তেমন ক্ষতি হয়নি।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে (সচিবের গাড়ি ভাঙচুর) কোনো অভিযোগ পাইনি। তবে বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত কয়েকজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। পরে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে অর্ধশতাধিক বিএনপিকর্মী আহত হন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।

More News...

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত