ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণকালে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজের।
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা বলেন, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণ করার সময় বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি গ্রামে সেটি বিধ্বস্ত হয়। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের এবং দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটি সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে নিয়োজিত ছিল। এদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে ১৭ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, বিমানটিতে মোট ৯২ জন আরোহী ছিল।

More News...

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?