বাতিল হলো বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব

বাতিল হলো বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে রবিবার প্রজ্ঞাপন দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

তারা হলেন- ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম খেতাব পাওয়া), মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম খেতাব পাওয়া), রাশেদ চৌধুরী (বীর প্রতীক খেতাব পাওয়া) ও মোসলেহ উদ্দিন খান (বীর প্রতীক খেতাব পাওয়া)।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ চারজনের খেতাব বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

সর্বোচ্চ আদালত ওই খুনিদের ফাঁসির আদেশ দিলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও গেজেটে তাদের নাম থাকার বিষয়টি নিয়ে সমালোচনা হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই চার খুনির খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

রবিবার মন্ত্রণালয়ের উচসচিব রথীন্দ্র নাথ দত্ত রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, জামুকার ৭২তম সভায় এ চারজনের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়।

খেতাব বাতিল হওয়ায় তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য আর কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।

More News...

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া