করোনায় ২৪ ঘণ্টায় ঢাকার তিনগুণ মৃত্যু চট্টগ্রামে

করোনায় ২৪ ঘণ্টায় ঢাকার তিনগুণ মৃত্যু চট্টগ্রামে

এছাড়া ঢাকা বিভাগে চারজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে একজন, সিলেটে তিনজন, রংপুরে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য-উপাত্তে এ তথ্য জানা যায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। আজ ৬ জুন পর্যন্ত সর্বমোট ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন রোগী শনাক্ত ও ১২ হাজার ৮৩৯ জনের মৃত্যু হয়।

মোট মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এখানে সাত হাজার ২২৯ জনের (৫৬ দশমিক ৩১ শতাংশ) মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে দুই হাজার ৪৫৭ জনের (১৯ দশমিক ১৪ শতাংশ) মৃত্যু হয়েছে।

More News...

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া