করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৭৬৫

করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৭৬৫

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই সময়ে ১ হাজার ৭৬৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরও ৪১ জন।

এর আগের দিন ১ হাজার ৭১০ জন করোনা রোগী শনাক্ত এবং ৩৬ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও এক হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন আট লাখ দুই হাজার ৩০৫ জন।

এই সময়ে ৪১ জনের মৃত্যুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬০ জন।

গত একদিনে আরও ১ হাজার ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।

More News...

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া