গাজা সীমান্তে ৩ হাজার রিজার্ভ সেনা, বড় হামলার প্রস্তুতি

গাজা সীমান্তে ৩ হাজার রিজার্ভ সেনা, বড় হামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক : গাজা সীমান্তে রিজার্ভ থেকে ১০ কোম্পানি সেনা মোতায়েন করেছে ইসরায়েল। দ্য জেরুজালেম পোস্ট লিখেছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টস ফিলিস্তিনদের ‘শক্ত হাতে দমনের’ নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ইসরায়েল স্থল পথে অভিযান চালানোর পরিকল্পনা করছে। দেশটির একাধিক সেনা কর্মকর্তা জানিয়েছেন, তারা হামলা করতে প্রস্তুত।

বিবিসি লিখেছে, অতিরিক্ত ৩ হাজার সেনা ডাকা হয়েছে এদিন। মুখোমুখি যুদ্ধের জন্য তাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, হামাসের বিভিন্ন স্থাপনা টার্গেট করে নতুন হামলা চালাতে চায় সেনাবাহিনী।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ মুসল্লি আহত হন।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি। ইসরায়েলের দাবি, হামাস তিন দিনে ১৫০০’র বেশি রকেট ছুড়েছে।

এরপর পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা