ভারতে একদিনে শনাক্ত ৩ লাখ ৬৮ হাজার, মৃত্যু ৩৪১৭

ভারতে একদিনে শনাক্ত ৩ লাখ ৬৮ হাজার, মৃত্যু ৩৪১৭

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। তবে আগের দু’দিনের চেয়ে কিছুটা কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন।

শনিবার ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছিল। রবিবার ও সোমবার তা কিছুটা কমেছে। অবশ্য শনিবারের তুলনায় গত দু’দিন করোনা পরীক্ষাও হয়েছে কম।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুও একটু কমেছে। যদিও তা সাড়ে ৩ হাজারের কাছেই রয়েছে। এই সময় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনের।

ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ৩৪ লাখ ১৩ হাজার ৬৪২ জন। এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো।

এই পরিস্থিতিতে ভারতে অক্সিজেনের চাহিদাও আকাশ ছুঁয়েছে। বহু করোনা রোগী অক্সিজেনের অভাবে মারা গেছেন।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা