আরমানিটোলার আগুনে আরো এক মৃত্যু

আরমানিটোলার আগুনে আরো এক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের আগুনের ঘটনায় চিকিৎসাধীন আশিকুজ্জামান (২৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।

আশিকুজ্জামান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। তার স্ত্রী ইশরাত জাহান মুনাও (২৮) আইসিইউতে ভর্তি আছেন।

বুধবার (২৮এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান আশিকুজ্জামান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান আশিকুজ্জামানের বাহ্যিক কোনো দগ্ধ ছিলনা। কিন্তু শ্বাষনালী পুড়ে গিয়েছিল। এই ঘটনায় হাসপাতালে দুইজন মারা গেল। এর আগে রবিবার সকাল সারে ৭টায় শাফায়াত হোসেন (৩২) মারা যায়। শাফায়াতের শ্বাষনালীসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা