অক্সিজেন সরবরাহে বাধাদানকারীকে ‘ফাঁসি’ দেব : দিল্লি হাইকোর্ট

অক্সিজেন সরবরাহে বাধাদানকারীকে ‘ফাঁসি’ দেব : দিল্লি হাইকোর্ট

অনলাইন ডেস্ক : ভারতের কেন্দ্র, রাজ্য বা স্থানীয় প্রশাসনের কোনও কর্মকর্তা যদি অক্সিজেন সরবরাহে বাধা দেয়, তবে তাকে ‘ফাঁসি’ দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।

করোনা রোগীদের অক্সিজেনের ঘাটতি নিয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালের করা আবেদনের শুনানিতে শনিবার বিচারপতি বিপিন সংঘী ও বিচারপতি রেখা পল্লির বেঞ্চ এ কথা বলেন।

আদালত নয়াদিল্লির দিল্লি রাজ্য সরকারের কাছে অক্সিজেন সরবরাহে বাধাদানকারীর নাম জানতে চেয়ে বলেন, আমরা তাকে ফাঁসি দেব। আমরা কাউকে ছাড়ব না।

স্থানীয় প্রশাসনের কোনও কর্মকর্তা অক্সিজেন সরবরাহে বাধা দিলে আদালত দিল্লি সরকারকে সে বিষয়ে কেন্দ্রকে জানানোর নির্দেশ দেন, যেন কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

দিল্লিতে প্রতিদিনের জন্য বরাদ্দ করা ৪৮০ টন অক্সিজেন কখন থেকে সরবরাহ করা হবে সরকারের কাছে তাও জানতে চান হাইকোর্ট।

কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘আপনি (কেন্দ্র) আমাদের (২১ এপ্রিল) আশ্বস্ত করেছিলেন যে দিল্লিতে প্রতিদিন ৪৮০ টন অক্সিজেন সরবরাহ করা হবে। কখন আসবে তা বলুন? প্রতিদিন ৪৮০ টনের এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না।’

নয়াদিল্লি সরকার গত কয়েকদিন ধরে প্রতিদিন মাত্র ৩৮০ টন অক্সিজেন পাচ্ছে এবং শুক্রবারে ৩০০ টন পাওয়া গেছে বলে জানালে হাইকোর্ট এ মন্তব্য করেন।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

সোনার দাম আবার বাড়লো, ভরি ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা