পদ্মা-যমুনার মোহনায় ৩০ কেজির কাতল

পদ্মা-যমুনার মোহনায় ৩০ কেজির কাতল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে দৌলতদিয়ার লঞ্চঘাটের উজানে জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মাছটি দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে দুলাল আড়তদারের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৬শ টাকা কেজি দরে ৪৮,১৬০ টাকায় কিনে নেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনেক দিন পরে উন্মুক্ত নিলামে বাজার থেকে ৪৮ হাজার টাকায় এটি ক্রয় করি। পরে মাছটিকে ১৭০০ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় ঢাকার এক ক্রেতার কাছে মুঠোফোনে যোগাযোগ করে বিক্রি করে দেন। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা-যমুনার নদীর মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

More News...

মধুপুরে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কায় ২ যুবক নিহত 

সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : এমপি বাবু