রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক : বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার দুই মামলায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সংগঠনটির নেতা মামুনুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার তাকে আদালতে হাজির করে পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে ঢাকা মহানগর মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন জানান।

গত মঙ্গলবার মামুনুলকে আদালতে হাজির করেছিল মোট পাঁচদিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

More News...

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া