অতিবৃষ্টি-বন্যায় পার্বত্য জেলায় ৩৮৩ কোটি টাকার ফসলের ক্ষতি

অতিবৃষ্টি-বন্যায় পার্বত্য জেলায় ৩৮৩ কোটি টাকার ফসলের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অতিবৃষ্টি ও বন্যায় ৩৮৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার (১৪ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অতিবৃষ্টি ও বন্যায় ৩৮৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৭১ হাজারেও বেশি। ১২ হাজার ৮০০ হেক্টর জমির আউশ ধান, আমন ধান, আদা, হলুদ, শাকসবজির ক্ষতি হয়েছে।’

উল্লেখ্য, শ্রাবণের শেষ দিকে এসে দেশের অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। এতে পার্বত্য অঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ