লকডাউন ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

লকডাউন ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : করোনার বিস্তার রোধে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ সময়ে আগের মতোই বিধিনিষেধগুলো বলবৎ থাকবে। অর্থাৎ গণপরিবহন, অফিস বন্ধ থাকবে। তবে দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

করোনার সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়। লকডাউন পালনে বিভিন্ন বিধিনিষেধ উল্লেখ করে ১৩টি নির্দেশনা দেয় সরকার।

সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। আজ বাড়ানো হলো ৫ মে পর্যন্ত।

More News...

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

র‍্যাবের নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত