বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো আলালকে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো আলালকে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেওয়া হয়নি। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এ তথ্য জানিয়ে আলাল বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিমানবন্দরে যান। সাড়ে ১০টায় তার ফ্লাইট ছিল। কিন্তু হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। বিমানবন্দর ইমিগ্রেশনে সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে কোনো কারণ না দেখিয়েই তাকে ফেরত পাঠানো হয়।

গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপসারণ শেষে ডিসেম্বরে দেশে ফেরেন আলাল। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ ভারতে যাওয়ার কথা ছিল তার।

More News...

কুষ্টিয়ায় নকল আকিজ বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ

মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ