রাত ১১:১২, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আমার বাংলাদেশ (এবি) পাটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সামনে নির্বাচন। নির্বাচনের আগে আমি কোনো ওয়াদা করতে চাই না। নদী ভাঙন, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আপনারা যেসব উন্নয়ন কাজের কথা আমার কাছে বলেছেন, আমি আপনাদের সঙ্গে নিয়ে সাধ্যমতো বাস্তবায়ন করার চেষ্টা করছি।
তিনি বলেন, বিগত সরকারের যিনি এমপি ছিলেন তিনি বাবুগঞ্জ-মুলাদী উপজেলায় কোনো উন্নয়নমূলক কাজ করেননি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার দুর্দশা তুলে ধরে নদী ভাঙনসহ বিভিন্ন প্রকল্পের জন্য কয়েকশ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছি; যা বর্তমানে চলমান রয়েছে। আগামীতে আপনারা আমাকে নির্বাচিত করলে আমি সবাইকে সঙ্গে নিয়ে বাবুগঞ্জ ও মুলাদীতে উন্নয়ন কার্যক্রম করব।
মঙ্গলবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসব কথা বলেন।
রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির সাধারণ সম্পাদক জিএম রাব্বি, কবির হাওলাদার, জব্বার হাওলাদার, সেন্টু হাওলাদার ও ইব্রাহিম হাওলাদার প্রমুখ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ প্রজন্ম ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।