স্পোর্টস ডেস্ক:টস জিতে ধর্মশালায় বোলিং করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুতে সুবিধা করতে পারেনি। ডেভিড মালান-জনি বেয়ারস্টো ও জো রুটরা ঝড়ো ব্যাটিং করেন। তাদের গড়ে দেওয়া ভিত্তিতে দাঁড়িয়ে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড।
জবাব দিতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশের। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ তামিম (১), তিনে নামা নাজমুল শান্ত (০) ও চারে নামা সাকিব আল হাসান (১) ও পাঁচে নামা মেহেদী মিরাজ (৮)। ওই ধাক্কা সামলে ওঠার আগেই ফিফটি করে ফিরে যান লিটন দাস। এরপর ফিফটি করে আউট হয়েছেন লিটন দাসও।
বাংলাদেশ ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা তাওহীদ হৃদয় ২৫ রানে খেলছেন। তার সঙ্গী শেখ মাহেদী। লিটন দাস ৬৬ বলে ৭৬ রান করে আউট হয়েছেন। সাতটি চার ও দুটি ছক্কা মেরেছেন তিনি। মুশফিক চারটি চারের শটে ৫১ রান করে ফিরেছেন। এর আগে ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৬টি চারের সঙ্গে পাঁচটি ছক্কার শট আসে। তার সঙ্গে ১১৫ রানের জুটি দেওয়া জনি বেয়ারস্টো খেলেন ৫২ রানের ইনিংস।
এছাড়া তিনে নামা জো রুটের ব্যাট থেকে ৬৮ বলে ৮২ রানের ইনিংস আসে। তিনি আটটি চার ও একটি ছক্কা তোলেন। এরপর জস বাটলার ও হ্যারি ব্রুক ২০ করে রান যোগ করে সাজঘরে ফিরে যান। ইংল্যান্ড ৪২তম ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৭ রান তেলে। ওই হিসেবে শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছেন বোলাররা।বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৬ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। শরিফুল ইসলাম ১০ ওভারে ৭৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। শেখ মাহেদী ৮ ওভারে ৭১ রান খরচা করে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব তার ১০ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট দখল করেন।