স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন লিটন কুমার দাস। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রাখা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। দলের অভিজ্ঞ ওপেনার বলতে আছেন লিটন দাস। তিনিও ফর্মে নেই। তাইতো বিশ্বকাপে ওপেনিং পজিশন নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট।চলতি বছরে সবমিলি ১৮ ম্যাচ খেলেছেন লিটন দাস। সেখানে মাত্র ৩টি ফিফটি হাঁকিয়েছেন তিনি।চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৩ রান করে আউট হন লিটন দাস। সেই ম্যাচে বাংলাদেশ জিতলেও ওপেনিং পজিশন নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সোমবার জাতীয় দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘লিটনের মতো যে কেউ খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। মূল বিষয় হচ্ছে, আপনি কীভাবে শক্তভাবে ফিরে আসেন। আমি নিশ্চিত, লিটন ভালোভাবে ফিরবে।’হেরাথ আরও বলেন, ‘সব সময় ব্যাটিংয়ের প্রসঙ্গে যখন আসে, আমাদের প্রয়োজন একটি ভালো জুটি। এটাই আমাদের মূল লক্ষ্য। একটা ভালো জুটি পেলে এবং একবার আপনি সেই জুটি পেয়ে গেলে… (বড় স্কোর হবে)। আমাদের আসলে বড় স্কোর করতে হবে।’চলতি বছরে ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। এগুলোর মধ্যে ৫০ রানের ওপেনিং জুটি হয়েছে মাত্র ৩ ম্যাচে। ৮ ওয়ানডে ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছার আগেই ওপেনিং জুটি ভাঙে।