পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে বাংলাদেশ।চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে সোমবার সকালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় নিগার সুলতানার দল।
টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মেয়েরা করতে পারে ৯ উইকেটে ৬৪ রান। ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এটি। অবশ্য সর্বশেষ যে দুই আসরে এশিয়ান গেমসে ক্রিকেট ছিল, দুবারই রুপা জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা।ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। একই দিন শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের। কিন্তু ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ব্রোঞ্জ পদক দখলে নিল বাংলাদেশের মেয়েরা।বল হাতে সবাই-ই ছিলেন কার্যকর। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার স্বর্ণা আক্তার। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ৩ ওভারে স্রেফ ২ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা আক্তার। দিনের প্রথম আঘাতটি হারের তিনিই।লক্ষ্য তাড়ায় শামিমা আক্তার ও সাথি রানির উদ্বোধনী জুটি থেকে আসে ২৭ রান। স্লো ও বাউন্সি উইকেটে ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্বর্ণা। বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া স্বর্ণা ব্যাট হাতেও করেন সর্বোচ্চ অপরাজিত ১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান নারী দল: ২০ ওভারে ৬৪/৯ (শাওয়াল ০, সাদিরা ১, শাদাফ ১৩, মুনিবা ০, নাতালিয়া ১১, নিদা ১৪, আলিয়া ১৭, উম্মে-হানি ১, দিয়ানা ০, নাশরা ৩*, সাদিয়া ১*; অতিরিক্ত ৩; মারুফা ৩-১-২-১, নাহিদা ৪-০-১৫-১, সানজিদা ৪-০-১১-২, রাবেয়া ৪-০-১৪-১, সুলতানা ১-০-৬-০, স্বর্ণা ৪-০-১৬-৩)।বাংলাদেশ নারী দল: ১৮.২ ওভারে ৬৫/৫ (শামিমা ১৩, সাথি ১৩, সোবহানা ৫, নিগার ২, স্বর্ণা ১৪*, রিতু ৭, সুলতানা ২; অতিরিক্ত ৯; সাদিয়া ৪-০-১৬-১, দিয়ানা ৩-০-১৫-০, উম্মে-হানি ৩.২-০-১১-০, নাশরা ৪-১-১০-৩, নাদিয়া ৪-১-৬-১)।
ফল: বাংলাদেশ নারী দল ৫ উইকেটে জয়ী।

 

More News...

পাপনের সঙ্গে তামিমের খোলামেলা আলোচনা…..

মনোনয়ন না পেয়ে নৌকার বিপক্ষে লড়বেন তারা