অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে শেষ ওভারে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন নাসিম শাহ। শেষ পর্যন্ত তাকে ছিটকে যেতে হলো এশিয়া কাপ থেকে। তার জায়গায় বদলী হিসেবে নেওয়া হয়েছে জামান খানকে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার সময় কাঁধে আঘাত পেয়েছিলেন নাসিম। সেই চোটের কারণেই আগামী কয়েক দিন মাঠে নামতে পারবেন না তিনি। তবে তার চোট খুব বেশি গুরুত্বর নয়। কিন্তু সামনে বিশ্বকাপ থাকায় এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে পিসিবি জানিয়েছে, ‘নাসিম এখনও মেডিকেল দলের তত্ত্বাবধানে আছে।’
নাসিমের বদলি হিসেবে ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন জামান খান। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই পেসারকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
নাসিম ছাড়াও চোটে ভুগছেন আরেক পাকিস্তানি পেসার হারিস রউফ। তবে রউফকে নিয়ে এখনও আশাবাদী পিসিবি। ভারতের বিপক্ষে তার খেলার সম্ভাবনা থাকলেও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।