মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর ময়মনসিংহ সিটি কর্পেরেশন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সংক্রান্ত এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এ সময় তিনি বলেন, শিশুর মাঝে নেতৃত্বের বিকাশ এবং স্বাস্থ্য শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিশু ডাক্তার কার্যক্রম। এটি সরকারের একটি সফল এবং কার্যকরী উদ্যোগ। তিনি আরও বলেন, শিশুর শারীরের সাথে মনের বিকাশেরও গুরুত্ব দিতে হবে। এসডিজি বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে শিশুদের শারিরীক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সকলকে এগিয়ে আসতে হবে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এ সময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম, মসিক প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জেলা শিক্ষা অফিসার মোহসিনা খাতুন, এডিপিও মোঃ আবু ইউসুফ খান, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিমা রানী সাহাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য ও টিকাদানকর্মীসহ অন্যান্যরা।