শরীরের যে বিশেষ অংশ কখনো ঘামে না

শরীরের যে বিশেষ অংশ কখনো ঘামে না

লাইফস্টাইল ডেস্ক : গরমে কমবেশি সবাই ঘামেন। আবার অনেকে অতিরিক্ত ঘামেন, যা নানা রোগের লক্ষণও হতে পারে। গরমে শরীরের সব অংশই ঘামে যেমন- উরু, গলা, বগল, পেট, হাত, পাসহ অন্যান্য অংশ।

তবে জানলে অবাক হবেন, শরীরের একটি বিশেষ অংশ আছে যা কখনো ঘামে না। যত গরমই পড়ুক না কেন ওই অংশে কখনো ঘাম হয় না।

আর সে স্থান হলো ঠোঁট। খেয়াল করে দেখবেন আমাদের ঠোঁট কখনো ঘামে না। এর কারণ হলো ঠোঁটে ঘাম গ্রন্থি নেই!

আর এই কারণেই ঠোঁট তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ঠোঁটের আদ্রভাব বজায় রাখতে পেট্রোলিয়াম জেল ব্যবহারের প্রয়োজন হয়।

More News...

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ১৫৩

ময়মনসিংহে বাংলাদেশ স্কাউটসের অ‍্যাওয়ার্ড বিতরণ