সীমান্ত সম্মেলনে যোগ দিতে দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধিদল

সীমান্ত সম্মেলনে যোগ দিতে দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিদল ভারতের দিল্লিতে পৌঁছেছে।

শনিবার (১০ জুন) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশের প্রতিনিধিদল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তিনি জানান, বিমানবন্দরে বিএসএফ মহাপরিচালক ড. সুজয় লাল থাওসেন বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

রোববার (১১ জুন) সকালে দিল্লিস্থ বিএসএফ চাওলা ক্যাম্পে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সম্মেলনে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

আগামী ১৪ জুন সকালে ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সম্মেলন শেষে ওইদিনই বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবে।

More News...

মার্কিন ভিসা নীতিতে আ. লীগের মাথা খারাপ হয়ে গেছে: মির্জা ফখরুল

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ