মায়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে ফেরা হলো না ছেলের

মায়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে ফেরা হলো না ছেলের

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় মায়ের সঙ্গে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে ছেলে ছগির মোল্লা (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ছগির মোল্লা একই এলাকার মৃত ইদ্রিস আলী মোল্লার ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানান, বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের বগীরহাট খালে ছগির মোল্লা তার মা ছাহেরা বেগমের সঙ্গে জাল দিয়ে মাছ শিকার করতে যান। এসময় হঠাৎ তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে খালে পড়ে যান। পরে তার মা বিষয়টি স্থানীয়দের সাহায্যে দুপুর ১২টার দিকে ছেলেকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাহেরা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় ছগিরকে নিয়ে বুধবার সকালে আমি বাড়ির পাশের খালে মাছ ধরতে যাই। এ সময় ছগির হঠাৎ অসুস্থ হয়ে খালে পড়ে পানিতে ডুবে যায়। পরে আমি লোকজন ডাকাডাকি করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে তালতীল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমরা শুনছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

More News...

ট্রেনে ঢাকায় ফিরছেন অনেকে, স্টেশনে ভিড়

দ্বীপ উন্নয়ন-কৃষি জমি সুরক্ষা আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ