ঈদের ছুটি শুরু হকিতে

ঈদের ছুটি শুরু হকিতে

নিজস্ব প্রতিবেদক : মে মাসের তৃতীয় সপ্তাহে ওমানে শুরু হবে জুনিয়র এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অ-২১ দল। আজ (২০ এপ্রিল) বিকেলে অনুশীলনের পর ঈদের ছুটি পাচ্ছেন প্রিন্স লালরা।

বাংলাদেশ অ-২১ হকি দলের প্রধান কোচ মামুনুর রশীদ বলেন, ‘আজও সকালে অনুশীলন হয়েছে। বিকেলের অনুশীলন শেষে খেলোয়াড়রা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) আবার ক্যাম্পে যোগদান করবে তারা।’

দ্বিতীয় দফায় ক্যাম্পে যোগ দেওয়ার দুদিন পরই ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জুনিয়র দলের, ‘আমাদের দলের ভারতীয় ভিসা হয়েছে। পরিকল্পনা রয়েছে আগামী ২৭ এপ্রিল ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার। দুই সপ্তাহের বেশি সময় সেখানে বিভিন্ন দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলা হবে।’

গতকাল পর্যন্ত ঘরোয়া ফুটবলে দুটি লিগ চলছিল। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগ গতকাল শেষ হয়েছে। এরপর এই লিগের সকল ক্লাব খেলোয়াড়দের দেওয়া হয়েছে ঈদের ছুটি। তবে এখনও প্রিমিয়ার লিগের খেলা চলছে। কিছু কিছু ক্লাব খেলোয়াড়দের ছুটি দিলেও, কয়েকটি ক্লাব ফুটবলারদের ক্যাম্পে রাখছে। বিশেষ করে এই ছুটির মধ্যে বিদেশি ফুটবলাররা ক্যাম্পেই থাকবেন।

More News...

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা