আবাসিক হোটেল বিলাস থেকে জাল টাকা তৈরী ও প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্যকে আটক

আবাসিক হোটেল বিলাস থেকে জাল টাকা তৈরী ও প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্যকে আটক

বাগেরহাট প্রতিনিধি : জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম সহ এক প্রতারককে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মার্চ ) বেলা ১২ ঘটিকায় বাগেরহাট শহরের রাহাতের মোড় সংলগ্ন আবাসিক হোটেল বিলাসের চতুর্থ তোলার ৭ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোশারেফ মৃধা (৪২)পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাত কাছেমিয়া গ্রামের মৃত শাহেদ আলী মৃধার ছেলে। এ সময় উদ্ধার করা হয় তার কাছে থাকা ১৮ টি এক হাজার টাকার জাল নোট , জাল নোট তৈরির কাগজ, ৪ পিস্ স্বচ্ছ গ্লাস, কালো কাপড়, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত তরল জাতীয় পদার্থ রাখা ২ টি বোতল।

এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক উপস্থিত সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বিলাস আবাসিক হোটেল থেকে মোশারেফ মৃধা নামীয় জাল টাকা তৈরী ও প্রতারণাকারী চক্রের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

More News...

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন