কালিহাতীতে চতুর্থ ধাপে ঘর পেল ৭৬ গৃহহীন পরিবার

কালিহাতীতে চতুর্থ ধাপে ঘর পেল ৭৬ গৃহহীন পরিবার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে আশ্রয়ণ প্রকল্প চতুর্থ ধাপের আওতায় মুজিববর্ষ উপলক্ষে ৭৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের ৩৯ হাজার ৩৬৫ পাকা বাড়ির চাবি বুঝিয়ে দেন।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু প্রমুখ।

More News...

কোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল?

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান