উলিপুরে ভূমিহীন-গৃহহীন ১২২টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

উলিপুরে ভূমিহীন-গৃহহীন ১২২টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহের দলিল ও সনদ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ২২ মার্চ সকাল ১১টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার উলিপুর অডিটোরিয়াম হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে তৃতীয় পর্যায়ে ২৭টি ও চতুর্থ পর্যায়ের ৯৫ টি জমির দলিল ও সনদ হস্তান্তর করা হয়।এসময় উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

More News...

১৭৩ জন বাংলাদেশী মিয়ানমার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন

বিড়ির শুল্ক প্রত্যাহারসহ চার দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান