আজিম নাজিরের সেঞ্চুরি ম্লান করে জয় মাশরাফির দলের

আজিম নাজিরের সেঞ্চুরি ম্লান করে জয় মাশরাফির দলের

ক্রিয়া সংবাদদাতা : ব্যাটার আজিম নাজির কাজীর সেঞ্চুরি গেল বিফলে। এ ভারতীয়ের ব্যাট থেকে আসা এবারের প্রিমিয়ার লিগের প্রথম শতরানে সাজানো ২৪৩ রানের মোটামুটি লড়াকু স্কোর নিয়েও শেষ রক্ষা হয়নি প্রিমিয়ারে আবারও ফিরে আসা অগ্রণী ব্যাংকের। ডিএল (ডাকওয়ার্থ লুইস) মেথডে ৭ উইকেটের জয় পেয়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৫ বলে ১০২ রানের ইনিংস সাজান অগ্রণী ব্যাংকের ভারতীয় ব্যাটার আজিম নাজির কাজী। এ ভারতীয়ের সাথে অগ্রণী ব্যাংকের হয়ে ৬২ রানের আরেকটি ইনিংস খেলেন ওপেনার সাদমান ইসলামও।

কিন্তু শেষ অবধি তা ভেস্তে গেছে। ২৪৪ রানের লক্ষ্যের পিছু ধেয়ে ওপেন করতে নামা মুনিম শাহরিয়ার আর ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান রুম্মন এবং উইকেটরক্ষক কাম হার্ডহিটার ইরফান শুকুরের ব্যাটের দৃঢ়তায় জয়ের পথেই ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ।

এক পর্যায়ে ৬৭ বলে জয়ের জন্য মাশরাফির দলের দরকার ছিল মাত্র ২৯ রান। হাতে ছিল ৭ উইকেট; কিন্তু আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। আর শুরু করা সম্ভব হয়নি। পরে ডিএল মেথডে ৭ উইকেটে জয়ী ঘোষণা করা হয় লিজেন্ডস অব রূপগঞ্জকে।

আবাহনীতে গত দুই মৌসুম কাটিয়ে আসা মারকুটে ব্যাটার মুনিম শাহরিয়ার ৩৭ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৩ রান করে আউট হন। তার ওপেনিং পার্টনার পারভেজ ইমন করেন ২৩ বলে ১৭ রান।

এরপর সাব্বির রহমান আর ইরফান শুকুর তৃতীয় উইকেটে ৭২ রান জুড়ে দেন। সাব্বির ৬৩ বলে ৪৯ রানে আউট হলেও ইরফান শুকুর নটআউট থাকেন ৭১ রানে (৭৭ বলে)। তার সাথে ভারতীয় চিরাগ জানিও ৩৩ বলে ২৯ রানে নটআউট থেকে লিজেন্ডস অব রূপগঞ্জকে জিতিয়ে মাঠ ছাড়েন বিজয়ীর বেশে।

৩৩ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি এর আগে বল হাতেও ছিলেন দারুন সফল। মিডিয়াম পেস বোলিং করে ৩৮ রানে ৩ উইকেটের পতন ঘটান তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক মাশরাফি সকালে একটানা ৮ ওভার বল করে ২১ রানে ২ উইকেটের পতন ঘটিয়ে অগ্রণী ব্যাংককে ২৪০-এর ঘরে আটকে রাখেন।

More News...

বাংলাদেশকে বিমান চলাচল কেন্দ্র করতে রোডম্যাপ জরুরি : প্রধানমন্ত্রী

চাঁদ দেখা যায়নি, দেশে রমজান শুরু শুক্রবার