নবাবগঞ্জে ইট ভাটা মালিকে ৩ লাখ জরিমানা

নবাবগঞ্জে ইট ভাটা মালিকে ৩ লাখ জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর দায়ে তিন ইটভাটা মালিককে ৩ লাখ টাকা ও সরকারী কাজে বাঁধা প্রদান করায় একজনকে ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার হরিপুর,খলিশাগাড়ী ও রামভন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,এম আশিক রেজা। এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক এ, কে,এম ছামিউল আলম কুরসি,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম,এম আশিক রেজা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কাঠ পোড়ানোর অপরাধে দুই ইট ভাটা মালিকে ঘটনাস্থলে ২ লাখ টাকা জরিমান করা হয়। আর একজনকে আটক করে থানায় নিয়ে আসার পর তিনি জরিমানা প্রদান করে এবং সরকারী কাজে বাঁধা প্রদান করায় একজনকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

More News...

৫১ কোটি টাকায় নৌকার মনোনয়ন: ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী আনিসের ভিডিও ভাইরাল

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস