ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন থেকে মেডিকেল বর্জ্য ও বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনা নতুন পদ্ধতিতে চলবে। নতুন পদ্ধতির অংশ হিসেবে ডাম্পিং স্টেশনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ চরঈশ্বরদিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় ময়মনসিংহ সিটির বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহ নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেন মেয়র। ক্লিন সিটি ময়মনসিংহ প্রাথমিক পর্যায়ে মসিকের ১, ২, ৩, ৫, ৭, ৮, ৯,১০, ১৩, ১৪, ১৬, ১৭ ও ১৯ নং ওয়ার্ডের বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ হয়। অপরদিকে ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সাথেও চুক্তি স্বাক্ষর করেন মেয়র। স্বাক্ষরিত চুক্তি মোতাবেক ডাম্পিং স্টেশনে সিটি কর্পোরেশনের এক একর জায়গায় প্ল্যান্ট স্থাপন করবে প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড। এ প্রতিষ্ঠান সিটি এলাকায় অবস্থিত প্রায় ২৫০ টি হাসপাতাল ও ক্লিনিক থেকে ক্যাটাগরি ভিত্তিক বর্জ্য সংগ্রহ করে তার ব্যবস্থাপনা করবে। এছাড়াও প্ল্যান্টে ইনসিনারেটর, অটোক্লেভ, ইটিপি ইত্যাদি সুবিধাদি থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, আমরা নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধপরিকর। সেক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত মেডিকেল বর্জ্য সাধারণ বর্জ্য থেকেও অধিক ঝুঁকিপূর্ণ। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সিটির নাগরিকগণ অধিক সুরক্ষিত থাকবে বলে আমি আশাকরি। এখন থেকে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহসহ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়াও মানববর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি বিষয়ে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ সময় উপস্থিত ছিলেন- মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এমদাদুল হক মন্ডল, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ফারজানা ববি কাকলি, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান খন্দকার আনিসুর রহমান, পরিচালক ক্যাপ্টেন রকিব (অবঃ), ক্লিন সিটি ময়মনসিংহের চেয়ারম্যান মোঃ পারভেজ রানা, পরিচালক মেহেদী পারভেজ রানা, মসিকের বর্জ্য কর্মকর্তা মোহাব্বত আলী, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক সাগর, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফজলুল হক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।