ঠাকুরগাঁও-৩ আসন উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ঠাকুরগাঁও-৩ আসন উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ বাকি আর মাত্র একদিন। সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীরা তাদের প্রচারণার মাত্রাটা ঠিক ততোটাই বাড়িয়ে দিচ্ছে। প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বিভিন্ন গানের ছন্দে তৈরি করা হয়েছে প্রার্থীদের প্রচারের ব্যবস্থা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকযোগে চলছে প্রার্থীদের প্রচারণা। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে চলছে গণসংযোগ,খন্ডখন্ড মিছিল,পথসভা ও জনসভা। মাঝেমাঝে বিভিন্ন প্রার্থীর সমর্থনে মটরসাইকেল মিছিলও দেখা যাচ্ছে।

আগামী ১ লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচন। নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কা প্রতিক নিয়ে লড়ছেন ঠাকুরগাঁও জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমদ (লাঙ্গল প্রতীক), আওয়ামীলীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন ডিএন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম(টেলিভিশন মার্কা), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল মার্কা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ আম মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন।

রাণীশংকৈল- পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কথা হয় কয়েকজন ভোটারদের সঙ্গে। তারা সবাই পেশায় কৃষক। তারা জানান, প্রথমদিকে গ্রামের মানুষের ভোট নিয়ে আগ্রহ কমছিলো। তারা বুঝেই উঠতে পারেননি উপ-নির্বাচন কী বা কেন হচ্ছে? পরে বিভিন্ন প্রচার প্রচারণা মাধ্যমে জানতে পেরেছেন বিএনপির এমপি পদত্যাগ করায় এক বছরের জন্য আবারও ভোট হচ্ছে।

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) উপনির্বাচনে মাঠপর্যায়ে অনুসন্ধানে জানা গেছে, এবারে নির্বাচনে তিনজন প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তার মধ্যে বাংলাদেশ আ’লীগ মনোনীত ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি মার্কা),জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ (লাঙ্গল মার্কা) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক গোপাল চন্দ্র রায় (একতারা মার্কা) প্রতিক নিয়ে নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ মানুষ ধারনা করছেন এ তিন প্রার্থীর একজন প্রার্থী এ উপনির্বাচনে জয়ী হবেন।

অপরদিকে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম(টেলিভিশন মার্কা), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল মার্কা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ আম মার্কা নিয়ে নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মাঠ চোষে বেড়াচ্ছেন।

দলীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কা প্রতিক নিয়ে তৃনমুল আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন আওয়ামীলীগের তৃনমুল পর্যায়ের নেতারা।তারা আশা করছেন ঠাকুরগাঁও-৩ আসন আওয়ামীলীগের আসন এখানে আওয়ামী লীগ সমর্থিত হাতুড়ি মার্কা বিপুল ভোটে জয়ী হবে বলে ধারণা করছেন তারা।

দুই বারের সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য (লাঙ্গল প্রতীক) হাফিজ উদ্দিন আহমদ এর নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ভোটের মাঠে ছার দিতে রাজি নন তারা এই আসনে আওয়ামী লীগের উপর সাধারণ মানুষ আস্হা হারিয়েছে। সারা দেশে উন্নয়নের জোয়ার দেখা গেলেও এই আসনে জাতীয় পার্টি ছাড়া অন্য কোন এমপি উন্নয়ন দেখাতে পারে নি। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হলে বিপুল ভোটে জয়ী হবে বলে জানান জাতীয় পার্টির নেতা কর্মীরা।

অপরদিকে সতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতিক নিয়ে নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন। উনার দাবি সবাইকে সুযোগ দিয়েছেন পাঁচ বছর। আমাকে না হয় এই আট মাস সু্যোগ দেন। হিন্দু মুসলিম ভাই ভাই, এখানে কোন জাত ভেদাভেদ নাই। আমি সকলের কাছে ভোট এবং দোয়া প্রার্থনা করছি।

এদিকে এলাকায় জোর কানাঘোষা চলছে সদ্য পদত্যাগী বিএনপি দলীয় সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ এর নেতাকর্মীদের মধ্যে।কেউ কেউ বলছেন অনুসারী বিএনপি নেতাকর্মীগণ কোন প্রতিকের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে। এছাড়া বিএনপির অপর অংশ নিবার্চন বর্জনের ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,ঠাকুরগাঁও-৩ আসনে ৩ লাখ ২৯ হাজার ৩১৪ জন ভোটার রয়েছেন। ১লা ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ১২১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে, ইভিএম,নির্বাচন সামগ্রী সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনে দায়িত্বরত প্রিইজাইডিং ও পুলিং অফিসারদের মাধ্যমে পৌঁছে যাবে।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঠাকুরগাঁও -৩ আসন উপনির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছ।

উল্লেখ্য যে, বিএনপিদলীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগ করায় শূন্য হয় ঠাকুরগাঁও-৩ আসন। ভোট ও জোটের রাজনৈতিক সমীকরণে ঠাকুরগাঁও-৩ আসন্ন উপনির্বাচনে ১৪ দলীয় জোট ওয়ার্কার্স পার্টিকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

More News...

আ.লীগের এমপি হতে চান অপু বিশ্বাস

ডেঙ্গুতে একদিনে ২৪ জনের মৃত্যু