গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আব্দুল মোনায়েম লিঃএর মধ্যে দিয়ে তেতৈতলা টু ছোট রায়পাড়া সড়ক উম্মুক্ত রাখার দাবিতে সোমবার দুপুর ১২ টায় আব্দুল মোনায়েম লিঃএর রাস্তায় মানববন্ধন করেছেন স্হানীয় জনগণ।
স্হানীয়দের অভিযোগ বালুয়াকান্দি ইউনিয়নে গড়ে উঠা আব্দুল মোনায়েম লিঃ যখন জমি ক্রয় করে তখন তারা এলাকাবাসীকে প্রতিশ্রতি দিয়েছিলেন তাদের চলাচলের রাস্তাটি সবসময় উন্মুক্ত রাখবেন। কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠা পর প্রতিশ্রতি রাখতে পারেনি আব্দুল মোনায়েম লিঃ। রাস্তাটি তাদের প্রয়োজন ছাড়া সর্বদাই বন্ধ করে রাখেন ফলে চলাচলের অসুবিধা হয় বলে জানান স্হানীয়রা।
মানববন্ধনে অংশ নেওয়া ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোক্তার হোসেন, মুদারকান্দী গ্রামের বাসিন্দা শরিফ হোসেন সহ একাধিক ব্যক্তি জানান, আমরা দেখে আরছি আড়ালিয়া,মুদারকান্দী, রায়পাড়া গ্রামের লোকজন প্রতিনিয়ত বাজার সদাই করার জন্য মেঘনা পুরাতন ঘাটে আসতো। এই রাস্তাটি ব্যবহার করে হামর্দদ বিশ্ববিদ্যালয় ও হামর্দদ জেনারেল হাসপাতালে যাওয়া যেতো।
কিন্তু কালের বিবর্তনের আব্দুল মোনায়েম লিঃ এর গেইটি বন্ধ থাকায় এখন ভোগান্তি শিকার হচ্ছে এবং এই রাস্তাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেতে একটি বিকল্প রাস্তা। রাস্তাটি সবসময় উন্মুক্ত রাখলে এলাকা বাসীর কষ্ট লাগব হবে বলে জানান স্হানীয়রা। মানববন্ধনে বালুয়াকান্দি ইউনিয়ন সর্বস্থরের নারী পুরুষ অংশ গ্রহন করেন।