নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের দেপ্পাছড়ি এলাকায় একটি কাঠবোঝাই ট্রাককে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রাকটি এ ঘটনার শিকার হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কাঠবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছোড়ে। পরে অস্ত্রসহ কয়েকজনকে ওই সড়ক দিয়ে আবার পাহাড়ে চলে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জেনেছি, গাড়িতে ২৫-৩০ রাউন্ড গুলি করেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের মনে হয়, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরও তদন্ত করবো। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
রাঙ্গামাটির কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম খান বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো চাঁদা দাবি করা হয়নি। তাই চাঁদার কারণে গুলি করা হয়েছে এটা নিশ্চিতভাবে বলতে পারছি না। আমরা চালানদার থেকে জানতে পারি হঠাৎ মোটরসাইকেলে করে এসে তারা গুলি করেছে। তাদের হাতে ভারী অস্ত্র ছিল বলে জানিয়েছেন চালানদার।’
নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের দেপ্পাছড়ি এলাকায় একটি কাঠবোঝাই ট্রাককে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রাকটি এ ঘটনার শিকার হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কাঠবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছোড়ে। পরে অস্ত্রসহ কয়েকজনকে ওই সড়ক দিয়ে আবার পাহাড়ে চলে যেতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জেনেছি, গাড়িতে ২৫-৩০ রাউন্ড গুলি করেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের মনে হয়, ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরও তদন্ত করবো। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
রাঙ্গামাটির কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম খান বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো চাঁদা দাবি করা হয়নি। তাই চাঁদার কারণে গুলি করা হয়েছে এটা নিশ্চিতভাবে বলতে পারছি না। আমরা চালানদার থেকে জানতে পারি হঠাৎ মোটরসাইকেলে করে এসে তারা গুলি করেছে। তাদের হাতে ভারী অস্ত্র ছিল বলে জানিয়েছেন চালানদার।’