নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ আজ এই সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। আগামী দিনে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। এর কোন বিকল্প নেই।
বুধবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গ্যাস, তেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
ইশরাক অভিযোগ করে বলেন, ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশের পূর্বে যেভাবে নেতা কর্মীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এখনো সারাদেশে নেতাকর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন মুক্ত করে আনতে পারবো সেদিনের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা যদি আমাদের নেত্রীকে মুক্ত করতে না পারি তাহলে বাংলাদেশের মানুষের মাঝে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে দেবো।
কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে সেখান থেকে দেশকে উদ্ধার করে আনতে হবে। কোন ভয় পাবেন না, জনগণ আমাদের সাথে রয়েছে। বিজয় আমাদের সুনিশ্চিত।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্ট, চেয়ারপারসনে উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, মীর শারাফাত আলী সপু, তাবিথ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হাসান প্রমুখ।